-এস এম পলাস
আমার স্বপ্নটা তোমার কল্পনার চেয়েও বেশি
তাই আমি তোমার কাছে হাস্যকর…!
আমার চেষ্টাটা জীবনের শেষ বিন্দু দিয়ে, এজন্য আমি কখনো কখনো উন্মত্ত হয়ে যাই, তাই আমি তোমাদের কাছে কখনো পাগল..!
আমি চলার পথে জীবনের অপ্রয়োজনীয় ক্ষুদ্র বিষয়গুলো এরিয়ে যায়, আমি তোমাদের অতিক্রম না করে বরং ব্যতিক্রম পথে হাটি, এজন্য আমি তোমাদের কাছে অহংকারী…!
তোমরা যে নিয়ম নীতির জালে তৃপ্ত
আমি তা তীব্রভাবে ঘৃণা করি,
কারন নিয়ম আমার জন্য নয়, আমিও নিয়মের জন্য নয়, বরং জীবনের প্রয়োজনে আমি নিয়ম ভাঙ্গি, আবার নিয়ম গড়ি।
আমি জন্মেছি কাজ করার জন্য, অন্যের কাজের সমালোচনা করার জন্য নয়, কারন এগুলোর আমার সময় হয়না। পরনিন্দার চেয়ে মনের আয়নায় নিজের ভুল ত্রুটি গুলো দেখতে ব্যস্ত থাকি।
সর্বশেষ আমি এতটাই বেখাপখাওয়া মানুষ
আমার জীবন কর্ম তীব্র সমালোচিত হয়ে ওঠে প্রথাবদ্ধ নিয়মের পুজারীদের কাছে।
আমি অহংকারী হয়ে উঠি সস্তা কথার পচা বস্তা আলাওদের কাছে।
আমি নিঃসঙ্গ হয়ে উঠি স্বার্থপর বেইমানদের কাছে।
কখনো কখনো তিরস্কারের পাত্র হয়ে উঠি পথের কুকুরের কাছে।
আরে তোমার ভেতরে লুকিয়ে থাকা ঐ কুকুরটাকে চেনার জন্যইতো প্রতিনিয়ত কুকুর হয়ে হানা দেই তোমাদের দুয়ারে।
-এস এম পলাস
(কপি পেষ্ট নিষেধ)