1. abusayedatnkh@gmail.com : Abu Sayed : Abu Sayed
  2. admin@www.palashtv.com : Palash TV :
জীবনে যত দিন বয়স তার চেয়ে ব্যর্থতার সংখ্যা বেশি হবে! -এস এম পলাস - SM PALASH
বুধবার, ২৯ জুন ২০২২, ১০:৩১ অপরাহ্ন

জীবনে যত দিন বয়স তার চেয়ে ব্যর্থতার সংখ্যা বেশি হবে! -এস এম পলাস

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২
  • ৬ বার পড়া হয়েছে
জীবনে যত দিন বয়স তার চেয়ে ব্যর্থতার সংখ্যা বেশি হবে!
আমি যা-ই গড়েছি পরম যতন করে, তা-ই ভেঙ্গেছে চরম উল্লাস করে।
ধৈর্য্য, প্রতীক্ষা আর সহনশীলতা আমার প্রধান হাতিয়ার।
আমি কখনো বিচলিত হইনা হতাশার ঝড়ে কখনো লাজে মরিনা নিন্দুকের তরে।
আমি চরম নির্লজ্জ বেহায়া হয়ে উঠি বেঁচে থাকার প্রয়োজনে।
জীবনে সাগর সম ব্যর্থতার মাঝে পরম সুখে ভরে ওঠে মন, বিন্দু বিন্দু সফলতার কারনে।
সাবাই পেয়ে সূখী হলেও, আমি সূখ পাই নিজেকে বিলিয়ে,
তাই নিজের ঘর অন্ধকার রেখে প্রদীপ জ্বালাই অন্যের ঘরে।
এক জীবনে আর কতটুকু চাই, আমার যা আছে, তা সবার নাই।
দামী বাড়ি, গাড়ি আর বিলাসী জীবন নাইবা থাক,
দুখিনীর মূখে হাসি ফোটানোর চেয়ে সূখ আর কি হতে পারে!
আপন কুঞ্জ তিমিরে ডুবানো মোর, তবু আমি আলোর মশাল জ্বেলে ঘুরি
আলোর ফেরীআলা আমি, আলো নিয়ে ঘুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি