বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা পল্লীতে (১৯ এপ্রিল) মঙ্গলবার দিবাগত রাতে মায়ের সামনেই ঘুমন্ত তিন সহদরকে ঘর থেকে তুলে নিয়ে পৃথক স্থানে হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসীবাহিনীরা।
সন্ত্রাসীদের হামলার শিকার তিন ভাইকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় এবং অন্য দুই ভাইকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের অপরাধ জগতের গডফাদার মহিউদ্দিন হত্যা মামলাসহ ১৮ মামলার আসামী হাতকাটা মামুনের নেতৃত্বে ঢাকা থেকে ভাড়াটে সন্ত্রাসীবাহিনী এনে গভীর রাতে ঘরে প্রবেশ করে হামলা চালায়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাতকাটা মামুনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় ১০টি মামলা চলমান রয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে ইতিমেধ্যে কাজও শুরু হয়েছে। পাশাপাশি এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।