পলাশ টিভি ডেক্স।।
দুর্ধর্ষ ডাকাত আলামিন শরীফ! একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সে। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকেই ডাকাতি ছাড়াও বিভিন্ন ধরণের অপকর্ম করে আসছিলো। এই দুর্ধর্ষ ডাকাতকে ধরতে গিয়ে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছেন বিভিন্ন থানা পুলিশের চৌকস টিম।
অবশেষে পারলেন বাকেরগঞ্জ থানা পুলিশ। ব্যর্থতার গ্লানি মুছে দিলেন বাকেরগঞ্জ থানার এএসআই ফারুক হোসেন। তার সাথে ছিলেন কনস্টেবল ওলিউল্লাহ।
সূত্র জানায়, ৪ এপ্রিল বিকেল ৩টার দিকে দুর্ধর্ষ ডাকাত আলামিন শরীফকে আটক করা হয়। মৃত মোতালেব শরীফের পুত্র ডাকাত আলামিন শরীফকে বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রাম থেকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ওয়ারেন্টভুক্ত একটি ডাকাতি মামলায় আলামিনকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলা নং ২৪১/১৯।
ডাকাত আলামিনের নামে বরিশালের উজিরপুর, মাদারীপুরের কালকিনী থানাসহ দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। ২০১৬ সালের ১১ মে উজিরপুরের এবং ২০২১ সালের ২ জুলাই কালকিনীর ডাকাতি মামলার অন্যতম আসামি সে। এছাড়া বাকেরগঞ্জের কলকাঠির আলোচিত জুয়েলারি ডাকাতি ঘটনার অন্যতম হোতা এই দুর্ধর্ষ ডাকাত আলামিন শরীফ।