মুনা চৌধুরী
নীল-সাদা চাদরে আমি চাঁদ আর তুমি উর্মি
সবাই জানুক তোমার আলোয় জ্যোৎস্না পূণ্যভূমি
মিলনের লক্ষ্যে ভাসিনি কখনো সাধনা করেছি ভাই!
তীব্র প্রেমাবেগ! সঙ্কটে যাতে কখনো ছাই হয়ে না যাই।
দুনিয়ার সাথে লড়াই করে যাবো তুমি বিনা তা নয়
ভালোবেসে সাহস কেনা! নেই কোথাও ভয়
যোগ্য হতে কত কি লাগে!
শুনেছি কখনো ভর্ৎসনায়, কখনো মধুর আলাপনে
নিষ্ঠুরভাবে আহত নিহত কথার কুঠারাঘাতে,
তবুও মহান দয়ালুর কৃপায় ভালোবাসা সঞ্চিত থাকে
ফিরায়ে দিতে ফাটেনি কান, ফেটেছে ব্যর্থ চেষ্টায়
আজও এখানে, এখনো আমি কেন এই কবিতায়!
খুব কমে যেভাবে জীবন আনন্দ ঝিরিঝিরি,
অনেক দূর থেকেও যেনো আমি নিকট হতে পারি।
দোলনচাঁপার সোহাগে মায়া, ঝরে পড়ে গালে চুমি
ভুল করে যদি ভুল হয়ে যায়, ভুলেও ছিলে তুমি।
মুনা চৌধুরী ১৯/৪/২২
শুরু করেছি দিন চারেক আগে শেষ করেছি গত মধ্যরাতে
ভোরে মনে হল, শেষ হবেনা কোনোকালে
প্রিয় পাঠক আপনারা পড়ুন! অনুভব করুন, অন্তর কত কি যে বলে! সব শুনতে নেই, অন্তর মিথ্যেও বলে।